শ্যামনগরে আদিবাসী মুন্ডা, বাগদী ও রাজবংশী জনগোষ্ঠির মাঝে ৬৮০ প্যাকেট ত্রাণ বিতরণ

শ্যামনগরে আদিবাসী মুন্ডা, বাগদী ও রাজবংশী জনগোষ্ঠির মাঝে ৬৮০ প্যাকেট ত্রাণ বিতরণ

মুন্সিগঞ্জ শ্যামনগর থেকে: শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আদিবাসী মুন্ডা , বাগদি, রাজবংশীদের মাঝে ইউএনডিপি ও জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় সামস,র নিজস্ব কার্যালয় বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ ও সামস’র , জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে  করোনা কালীন সময় নিম্ন আয়ের পরিবারের মাঝে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রতিতে কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব আ.ন.ম আবুজার গিফারী । উদ্বোধনী আলোচনা সভায় সামস,র নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মন্ডল সঞ্চালনায় বক্তব্য রাখেন  নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত , সামস এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা , প্রজেক্ট কো-অর্ডিনেটর যোসেফ সরকার  বাহামণি মুন্ডা প্রমুখ । প্রধান অতিথির বক্তব্য  উপজেলা নির্বাহি কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী বলেন বৈশ্বিক করোনা মহামারী আমাদের সব সময় সচেতন থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাক্স ব্যবহার করতে হবে, আমরা আপনাদের সব সময় সহযোগিতা করে যাব । প্রতিটি প্যাকেটে যে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে আপনারা যথাযথ ব্যবহার করবেন সুরক্ষা থাকবেন। ত্রাণসামগ্রী বিতরণে শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত মোট ৬৮০ টি মুন্ডা, বাগদী ও রাজবংশী পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ  রয়েছে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি,  ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ৫০০ গ্রাম সুজি ও ৬টি সাবান প্রদান করা হয়।